মনোনয়ন পত্র জমা দিতে বাম প্রার্থীদের বাধা দিচ্ছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা।প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশন কিংবা পুলিসের তরফে। তাই মনোনয়ন দিতে ব্যর্থ হয়ে বাম প্রার্থীরা পথে নামলেন। বৃহস্পতিবার প্রার্থীরা মনোনয়ন পত্র হাতে নিয়ে বিক্ষোভ দেখান রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এবং পথ অবরোধ করেন।অভিযোগ বিভিন্ন ব্লকে যাওয়ার পথে দুর্বৃত্তরা জড়ো হয়ে বাধা দিচ্ছে। প্যারাডাইস চৌমুহনীর কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিএম নেতৃত্ব পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত, মধু সূদন দাস, তপন দাস সহ অন্যরা।পবিত্র কর বলেন,রাজ্য নির্বাচন কমিশনার ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বারকয়েক দাবি জানানো হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার, অন্যথায় বিরোধী দলের প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার। কিন্তু টা করা হয়নি।নির্বাচন কমিশনার বিজেপির পক্ষ হয়ে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। ফলে কয়েকটি ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়া যায়নি। তাই মনোনয়ন পত্র হাতে নিয়ে প্যারাডাইস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম প্রার্থীরা।তারা মেলারমাঠ থেকে মিছিল করে এসে বিক্ষোভে শামিল হন। উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র দখিল।