Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যপ্রয়াত হলেন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী

প্রয়াত হলেন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী

প্রয়াত হলেন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী। বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। এই সিপিআইএম নেতা ১৭ জুলাই শারীরিক সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবশেষে এদিন ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে। সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্য ও পার্টি মহকুমা কমিটির দীর্ঘদিনের সম্পাদক ছিলেন প্রয়াত সমীর চক্রবর্তী। ছয় এর দশকে ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে বামপন্থী রাজনীতিতে তার প্রবেশ। ১৯৬৮ সালে গড়ে ওঠা তৎকালীন ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন প্রয়াত সমীর চক্রবর্তী। পরবর্তীকালে ছাত্র ফেডারেশন সর্বভারতীয় এস এফ আই এর শাখা সংগঠন হিসেবে স্বীকৃতি পেলে প্রয়াত সমীর চক্রবর্তী রাজ্য শাখার সভাপতি পদে নির্বাচিত হন ।তিনি একসময় এসএফআইয়ের সর্বভারতীয় কমিটির সদস্য ও সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলী।প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি জানিয়েছেন সমবেদনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য