Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যমনোনয়ন পত্র দাখিল করলেন সূর্যমনিনগর বিধানসভা এলাকার সব পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা

মনোনয়ন পত্র দাখিল করলেন সূর্যমনিনগর বিধানসভা এলাকার সব পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা

জনজোয়ারে ভেসে মনোনয়ন পত্র দাখিল করলেন ডুকলি ব্লকে সূর্যমনিনগর বিধানসভা এলাকার সব পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা। সবকটি পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের বিপুল জয় নিয়ে আশাবাদী বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রাম প্রসাদ পাল। তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে সূর্যমনিনগরে সব চেয়ে বেশি ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী পেয়েছেন। ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্বের নির্দেশ মতো মঙ্গলবার রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে মনোনয়ন পত্র দাখিল করেন দলের প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রার্থীরা এদিন মনোনয়ন পত্র পেশ করেন। এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরাও। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল বের করে। শত শত নারী পুরুষ এতে অংশ নেন। জাতীয় সড়ক ধরে মিছিল ডুকলি ব্লকের সামনে আসে। মিছিলের সামনে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল সহ মণ্ডল স্তরের নেতারা। মিছিলটি সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডুকলি ব্লকের সামনে গিয়ে শেষ হয়। জমায়েত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন রিটার্নিং অফিসারের কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য