গন্ডাছড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল আমরা বাঙালি দলের ত্রিপুরা রাজ্য কমিটি ।এদিন মঠ চৌমুহনী সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় ।বিক্ষোভ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে চার দফা দাবি পেশ করা হয় ।দাবিগুলির মধ্যে অন্যতম হলো গন্ডাছড়ার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা, জনগণের নিরাপত্তার প্রশ্নে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকায় টিএসআর ক্যাম্প স্থাপন করা প্রমুখ ।এদিন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল অভিযোগ করে জানান, গন্ডাছড়ায় মানুষের বাড়িঘর আক্রমণের ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের জনজাতি অংশের যুবকরা উপস্থিত ছিল।তিনি আরো জানান, গোটা ঘটনাটি একটি গভীর চক্রান্ত বলে মনে করে আমরা বাঙালি দল।