রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে সন্ত্রাসের ঘটনা, বিশালগড়ের পাশাপাশি একই ঘটনা সংঘটিত হয়েছে বিলোনিয়াতেও, সেই সন্ত্রাসে হামলা চালানো হয় সিপিআইএম নেতা বাদল শীলের উপর ঘটনাটি সংঘটিত হয় চোত্তাখোলা বাজারে। এই ঘটনায় গুরুতর আহত হন বাদল শীল, ওনাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে। শেষ খবর পাওয়া অবধি জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সিপিআইএম নেতা বাদল শীল, এই খবর পেয়ে শনিবার জিবি হাসপাতালে আহত বাদল শীলকে দেখতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। খোঁজখবর নিলেন উনার শারীরিক অবস্থারও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল যে সন্ত্রাস কায়েম করতে চাইছে সেটা তাদের দুর্বলতার দিক, কেননা গত বিধানসভা নির্বাচনে এরা দেখতে পেয়েছে যে ৬১ শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে এবং গত লোকসভা নির্বাচনেও ব্যাপক সংখ্যক মানুষ ভোট বয়কট করেছে। মানুষের স্বার্থে যে কাজ উন্নয়নের স্বার্থে যে কাজ সেটাতে পুরোপুরি বিফল শাসক দল বিজেপি। তাছাড়া পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হতে চলেছে গ্রামেগঞ্জে সেখানে তাদের সমর্থকের সংখ্যা কম, সুতরাং এই নির্বাচনে গেলে তাদের পরাজয় নিশ্চিত। সেজন্য কোন ভাবে এই ভোটে গন্ডগোল বাঁধিয়ে ভোট বাঞ্চাল করার লক্ষ্য নিয়ে এই সন্ত্রাস কায়েম করছে বলে জানিয়েছেন তিনি।