Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যআগরতলা টাউনহলে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির বর্ধিত কার্যকারিনী সভা অনুষ্ঠিত

আগরতলা টাউনহলে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির বর্ধিত কার্যকারিনী সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে রাজ্যে শনিবার ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির বর্ধিত কার্যকারিনী সভা অনুষ্ঠিত হলো ।বর্ধিত কার্যকারিনী সভা থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে ।কার্যকারিণী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের দুই সাংসদ, ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলীয় কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের পর তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে অভিনন্দন জ্ঞাপন করলো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। শনিবার বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির এক বর্ধিত কার্যকারিনী সভা অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্রপ্রধান ,বিজেপির উত্তর পূর্বাঞ্চলীয় কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা,রাজ্যের দুই সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতি দেবী সিংদেব বর্মন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সহ বিজেপির সমস্ত মন্ত্রী ,বিধায়ক জেলা কমিটির সভাপতি ,মন্ডল কমিটির সভাপতি সহ অন্যান্যরা ।এদিন এই বর্ধিত কার্যকারিনী সভা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ,তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ায় এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জ্ঞাপন করে একটি প্রস্তাব পাস করা হবে ।পাশাপাশি লোকসভার অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন বিষয় নিয়েও আরো একটি প্রস্তাব পাশ করা হবে। সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই বর্ধিত কার্যকারিনী সভা আহবান করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গন্ডাছড়া মহকুমার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দুঃখ প্রকাশ করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান ,দলের পক্ষ থেকে গণ্ডা ছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে দফায় দফায় পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো জানান ,মন্ত্রী এবং বিধায়কদের একটি দল অতিসত্বর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যাবেন । ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানেও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজিপি রাজ্য সভাপতি জানান ,পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য প্রদেশ স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আগামী দুই এক দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ।তিনি আরো জানান ,পঞ্চায়েত নির্বাচনে আইপিএফটি এবং তিপ্রা মথার ভূমিকা কি হবে সে সম্পর্কেও অবিলম্বে তিন দলের বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে । এই বর্ধিত কার্যকারিনী সভায় মন্ডল স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য