Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যপশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি - ত্রিপুরা স্টেট এইডস...

পশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি – ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত

শিরাপথে মাদক নেওয়া সহ উচ্চ ঝুঁকিপূর্ণ কোন আচরণ করার ফলেই ছাত্র-যুবরা এইচ আই বি এইডসে আক্রান্ত হচ্ছেন।বুধবার বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান পশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি রয়েছে।রাজ্যের ২২০ টি স্কুলের মধ্যে এইচ আই বি আক্রান্ত পাওয়া গেছে।পাশাপাশি তথ্য দিয়ে প্রকল্প অধিকর্তা জানান,সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ত্রিপুরায় ৮২৮ জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ এবং তাদের মধ্যে ৪৭ জন মারা গেছে। এই প্রতিবেদনটি যে মিথ্যে নয় তা স্বীকার করে প্রকল্প অধিকর্তা দাবি করেন এই সংখ্যাগুলি ১৭ বছরের মেয়াদে ক্রমবর্ধমান এবং ন্যাকো নির্দেশিকা অনুসারে ৮২৮ জন শিক্ষার্থী বিনামূল্যে অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসা গ্রহণ করেছে। ১৯৯৯ সালের এপ্রিলে ত্রিপুরায় ন্যাশনাল এইডস কন্রো য়ল প্রোগ্রাম চালু করা হয়। গত ২৫ বছরে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন নির্ধারিত নির্দেশিকা অনুসারে এইচআইভির বিস্তার নিয়ন্ত্রণে কাজ করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য