অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি খাদ্যদ্রব্য নষ্ট করা এবং মর্জি মাফিক স্কুল চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সুভাষ নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি শর্মিষ্ঠা পাল সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না এবং বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে, তাছাড়া সঠিক পরিমাণে দেওয়া হয় না খাবার। এদিন সংবাদমাধ্যমকে এলাকাবাসী জানান এরা রাজ্য সরকারের নিকট আবেদন রেখেছেন যে সরকারি বিদ্যালয় থাকা সত্ত্বেও যদি সেরকম সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলে বিদ্যালয় পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য নতুবা বিদ্যালয়ের দিদিমণি পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্বভার তুলে দেওয়ার জন্য। কেননা সরকারি অর্থে পাওয়া বিদ্যালয়ে খাদ্যদ্রব্য পড়ে পড়ে পচে যাবে সেটা ওরা সহ্য করবে না তাই সরকারের নিকট আবেদন রেখেছেন যে যদি সরকারি সুযোগ-সুবিধা নাইবা পাওয়া যায় তাহলে এরকম বিদ্যালয় রেখে লাভ নেই বন্ধ করে দেওয়াটাই শ্রেয়।