২০২৩ সালের দূর্গা পূজার আগে আগরতলা জিবি বাজারকে আধুনিক বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছিল আগরতলা পৌরনিগম, কিন্তু কিছু সমস্যার কারণে সেই কাজ সম্পন্ন হয়নি। তাই সেই লক্ষ্যমাত্রা কে পূরণ করার লক্ষ্যে মঙ্গলবার পুনরায় আগরতলা জিবি বাজার পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুরনো নিগমের কমিশনার সৈলেশ কুমার যাদব, এলাকার কাউন্সিলর, জোনাল চেয়ারম্যান এবং পুর্ত দপ্তরের কর্মকর্তা সহ পৌর নিগমের কর্মীরা। এদের মেয়র সংবাদ মাধ্যমকে জানান কিছু সমস্যার কারণে বিগত বছর শুরু করা কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি কিন্তু এখন পুরোদমে কাজ শুরু হবে কোন বাধা সৃষ্টি হবে না, তাছাড়া যে রাস্তাটি রয়েছে সেটি প্রশস্ত করার দীর্ঘদিনের দাবি, কিন্তু বেশ কিছু বাধা প্রাপ্তে সমস্যা সৃষ্টি হয়েছিল, এখন এই কাজ হাতে নেওয়ার জন্য আজকের এই পরিদর্শন এবং পরিদর্শনকালে সকলে মিলে এলাকাবাসীর সাথে আলোচনা করা হয়েছে এখন কোন সমস্যা নেই, পাশাপাশি এলাকার কাউন্সিলর এর দাবি মতে রাস্তা প্রশস্ত করার পর যে ড্রেন নির্মাণ হবে সেটি যেন কভার ড্রেন করা হয়। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি।