৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী রতন দাসকে ১৮ হাজার ১৪ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার পেয়েছেন ২৫ হাজার ৩৮০ ভোট। সিপিআই(এম) প্রার্থী রতন দাস পেয়েছেন ৭ হাজার ৩৬৬ ভোট। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।