বৃহস্পতিবার ২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা ।সারা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতির অঙ্গ হিসেবেই বুধবার জিবির ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। রাজধানীর বেনুবন বিহারের উদ্যোগে এদিন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বেনুবন বিহারের এক বুদ্ধ ভীক্ষু জানান, ক্যান্সার হাসপাতালের সকল রোগীদের দ্রুত আরোগ্য কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনাও জানান তারা। শুভ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি।