আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটেঙ্গল।তার ২০১৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে শনিবার জিবি হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এজিএমসির কনফারেন্স হলে আয়োজিত এই রক্তদান শিবিরে নার্সিং আধিকারিকরা মিলে রক্ত দান করেন ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী ,ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী ,নার্সিং সুপার সোমা ধর সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবির প্রসঙ্গে নার্সিং সুপার জানান ,বিশ্বের আধুনিক নার্সিংয়ের জনক হলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ১২ মে রবিবার তার ২০৪ তম জন্মদিন ।জন্মদিনে এই মহান ব্যক্তিত্বকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই রক্তদান শিবিরে নার্সিং আধিকারিকদের মধ্যে ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দাতাদের অভিনন্দন জানান জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শংকর চক্রবর্তী।