উষা বাজারে ভারতরত্ন ক্লাবের সম্পাদক হত্যাকাণ্ডের ভীত অভিযুক্ত আকাশ কর কে শনিবার সকালে আগরতলায় উড়িয়া আনা হলো তাকে বিমানবন্দর থেকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের তার মেডিকেল চেকআপ করানো হয়। গত ৩০ এপ্রিল সন্ধারাতে রাজধানীর শালবাগান এলাকায় উসা বাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ঢেঁকিকে আত্মতাইরা গুলি করে হত্যা করে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঝাড়খন্ড থেকে অন্যতম অভিযুক্ত আকাশ-করকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত অভিযুক্ত আকাশ কড়কে শনিবার সকালে আগরতলায় উড়িয়ে আনা হয় এদিন এমবিবি বিমানবন্দর থেকে তাকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিপি হাসপাতালে তার মেডিকেল চেকআপ করানো হয়। জানা গেছে জিবি হাসপাতালে মেডিকেল চেকআপ করানোর পর শনিবার দুপুরে তাকে সি জে এম আদালতে তোলা হয় আপাতত তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। এদিন রাজধানীর এনসিসি থানা ছুটতে এমনটাই জানা গেছে।