Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যভিকি হত্যাকান্ডে ধৃত অভিযুক্ত আকাশ করকে আগরতলায় আনা হলো

ভিকি হত্যাকান্ডে ধৃত অভিযুক্ত আকাশ করকে আগরতলায় আনা হলো

উষা বাজারে ভারতরত্ন ক্লাবের সম্পাদক হত্যাকাণ্ডের ভীত অভিযুক্ত আকাশ কর কে শনিবার সকালে আগরতলায় উড়িয়া আনা হলো তাকে বিমানবন্দর থেকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের তার মেডিকেল চেকআপ করানো হয়। গত ৩০ এপ্রিল সন্ধারাতে রাজধানীর শালবাগান এলাকায় উসা বাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ঢেঁকিকে আত্মতাইরা গুলি করে হত্যা করে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঝাড়খন্ড থেকে অন্যতম অভিযুক্ত আকাশ-করকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত অভিযুক্ত আকাশ কড়কে শনিবার সকালে আগরতলায় উড়িয়ে আনা হয় এদিন এমবিবি বিমানবন্দর থেকে তাকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিপি হাসপাতালে তার মেডিকেল চেকআপ করানো হয়। জানা গেছে জিবি হাসপাতালে মেডিকেল চেকআপ করানোর পর শনিবার দুপুরে তাকে সি জে এম আদালতে তোলা হয় আপাতত তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। এদিন রাজধানীর এনসিসি থানা ছুটতে এমনটাই জানা গেছে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য