১০ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে মোট ২৮টি যোগা ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে সাতটির মতো যোগা ক্যাম্প চলছে ।বুধবার থেকে রাজধানীর এগিয়ে চলো সংঘের কোচিং সেন্টারে শুরু হয়েছে আরও একটি যোগা প্রশিক্ষণ শিবির ।দশ দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষনার্থীদের বিনামূল্যে যোগা প্রশিক্ষণ প্রদান করা হবে ।এদিন এগিয়েচলো সংঘের এই যোগা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ ।উপস্থিত ছিলেন এগিয়ে চলো সংঘের কর্মকর্তারা। এই যোগা প্রশিক্ষণ শিবির উপলক্ষে প্রশিক্ষণপ্রার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়।