দেবেন্দ্র নগরে আগরতলা পৌর নিগমের ডাম্পিং স্টেশনে আজ ৭ দিন ধরে আগুন জ্বলছে ।আগুনের কালো ধোঁয়ায় আশেপাশের গ্রামগুলোতে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আগুন লাগার ফলে ডাম্পিং স্টেশন থেকে সমস্ত মাছি ও কীটপতঙ্গ গুলি স্থানীয়দের জীবন অতিষ্ঠ করে তুলছে। আগুন নেভানোর ক্ষেত্রে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি ।এদিন সংগঠনের এক প্রতিনিধি দল প্রাক্তন বিধায়ক পবিত্র করের নেতৃত্বে এই ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর জানান ,জেলা শাসক আজকেই পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরী ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন এই বৈঠকে আলোচনাক্রমে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা শাসক ।এদিন বাম নেতৃত্ব পবিত্র কর আরো জানান ,কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে।