বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা ।রাজ্যের ১৬ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষা দিলেন প্রায় ৬ হাজার পরীক্ষার্থী। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। চলতি মাসের শেষ সপ্তাহেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী।ত্রিপুরা বোর্ড অফ joint antrans examination পরিচালিত চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। রাজ্যের ষোলটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে হয় এই পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ হাজার ।এদিন সবকটি কেন্দ্রে এক যোগে সকাল ১১ টা থেকে শুরু হয় পরীক্ষা। এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা। একটা ত্রিশ থেকে ২:১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় বায়োলজি পরীক্ষা এবং বিকেল দুটো ৪৫ থেকে সাড়ে তিনটা পর্যন্ত অংক পরীক্ষা হয়। ১৬ টি কেন্দ্রের মধ্যে আগরতলায় ১১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। এদিন রাজধানীর বড়দোয়ালী স্কুলের পরীক্ষা গ্রহণ কেন্দ্র পরিদর্শনে যান ত্রিপুরা বোর্ড অফ joint এন্ট্রান্স এক্সামিনেশন এর চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী ।তিনি পরীক্ষার্থী এবং পরীক্ষকদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী জানান ,সুষ্ঠুভাবে পরীক্ষা চলে রাজ্যের ১৬ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ।পরীক্ষা দিচ্ছেন প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী। তিনি আরো জানান ,কিছু দিনের মধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। চলতি মাসের শেষ সপ্তাহেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
এদিন ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্টান্স এক্সামিনেশনের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী আরো জানান ,কৈলাশহর ,ধর্মনগর, আমবাসা ,উদয়পুর এবং শান্তির বাজারের দুটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রেও নির্ভীঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।