Sunday, October 20, 2024
বাড়িখবররাজ্যপূর্ণরাজ্য দিবস উদযাপনের তাৎপর্য হলো অতীতকে মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির...

পূর্ণরাজ্য দিবস উদযাপনের তাৎপর্য হলো অতীতকে মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করা : তপশিলী জাতিকল্যাণ মন্ত্রী

মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আধুনিক ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নকে রূপায়িত করার উদ্যোগ নিয়েছে রাজ্যের বর্তমান সরকার । কুমারঘাট পুরপরিষদের উদ্যোগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে আজ পূর্ত ময়দানে এক আলোচনা সভায় একথা বলেন তপশিলী জাতিকল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস । অনুষ্ঠানে তপশিলী জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস আরও বলেন , ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের তাৎপর্য ও গুরুত্বের কথা আরও বেশি করে জনগণের কাছে নিয়ে যেতে হবে । রাজ্যে জাতি , জনজাতি বা বিভিন্ন ধর্মাবলম্বীর যে সকল মানুষ রয়েছেন তাদের মধ্যে রাজ্য সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা চাই । বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজ্যের সার্বিক বিকাশে উদ্যোগ নিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আধুনিক ত্রিপুরা গড়ার জন্য কাজ করছেন । যার ফলশ্রুতিতে জাতীয় সড়ক , বিমান পরিষেবা ও রেল যোগাযোগে ত্রিপুরা অল্প সময়ের মধ্যে অভূতপূর্ব উন্নয়ন করেছে । আগামী ২৫ বছরে ত্রিপুরা কোন দিকে যাবে তার রূপরেখা তৈরি করা হয়েছে । ফলে ভবিষ্যৎ নাগরিকরা এখন থেকেই তাদের জীবনের দিশা ঠিক করে নিতে পারবেন । তিনি আরও বলেন , পূর্ণরাজ্য দিবস উদযাপনের তাৎপর্য হলো অতীতকে মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করা । আলোচনাচক্রে ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক ফ্রান্সিস ডার্লং রাজন্য শাসিত ত্রিপুরা , ত্রিপুরার ভারতভুক্তি ও পূর্ণরাজ্য প্রাপ্তি লাভের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন পুরপরিষদের সিইও মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য । উপস্থিত ছিলেন পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন পবন পাল ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য