Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায রাজ্যে পালিত হলো সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা...

যথাযথ মর্যাদায রাজ্যে পালিত হলো সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস

সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও উদযাপন করা হয় শ্রদ্ধা- শপথে। ১৯৩৬ সালের ১৬ জানুয়ারি মীরাটে সমভাবাপন্ন নেতারা এক বৈঠকে মিলিত হন। সিদ্ধান্ত হয় কর্মসূচির ভিত্তিতে একটি পৃথক সংগঠন গড়ে তোলা হবে।১৯৩৬ সালে লক্ষনৌতে এ আই সি সির অধিবেশনের সময় ১১ এপ্রিল কৃষকদের একটি পৃথক সংগঠন গড়ে তুলতে পৃথক কৃষক সম্মেলন করে গঠন করা হয় সারা ভারত কিষান কংগ্রেস।পরবর্তী সময়ে এই কৃষক সংগঠনের নাম হয় সারা ভারত কৃষক সভা।বৃহস্পতিবার সারা ভারতকৃষক সভার ৮৯তম প্রতিষ্ঠা দিবস মেলারমাঠ সংগঠনের রাজ্য কার্যালয়ে পালন করা হয়। এই সংগঠন প্রতিষ্ঠার ইতিহাস ব্যক্ত করে রাজ্য কৃষকসভার সহ সভাপতি মতিলাল সরকার বলেন কৃষকদের জমিতে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে লড়াই শুরু হয়েছিল তা আজও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।এখন সরাসরি রাষ্ট্রশক্তি কৃষকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে।তিনি অভিযোগ করেন ন্যুনতম সহায়ক মূল্য সমস্ত দাবি দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেবার পরও মোদি সরকার তাঁর দেওয়া কথার খেলাপ করেছেন।এবার সকলের সামনে এই সরকারকে হারিয়ে নতুন সরকারকে বসানোর সুযোগ এসেছে তাই বিশ্বাসঘাতকদের হটিয়ে মুখের মতো জবাব দিতে আহ্বান জানান মতিলাল সরকার । এর আগে মতিলাল সরকার সংগঠনের পতাকা উত্তোলন করেন।উপস্থিত ছিলেন এই সংগঠনের নেতা তপন দাস ও খেত মজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে সহ অন্যান্য সদস্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য