পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য পশ্চিম জেলার বিভিন্ন পোলিং স্টেশনের ইভিএম মেশিনের কমিশনিং হয় শনিবার ।এক ই সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন গুলির ও পরীক্ষা নিরীক্ষা করা হয় এদিন।উমাকান্ত একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিশনিং হয় ।পাশাপাশি ভিভিপ্যাডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিহ্ন আপলোড করা হয় ।পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এই সংবাদ জানিয়েছেন।আগামী ১৯ এপ্রিল দেশের ১০২ টি লোকসভা কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে ।প্রথম দফার নির্বাচনে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রটিও রয়েছে ।শনিবার এই লোকসভা কেন্দ্রের পশ্চিম জেলার অন্তর্গত ৭৯৩ টি পোলিং স্টেশনের ব্যবহৃত ইভিএম মেশিনগুলির পরীক্ষা-নিরীক্ষা অর্থাৎ কমিশনিং করা হয়। রাজধানীর উমাকান্ত একাডেমীতে এই পরীক্ষা-নিরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব কটি প্রার্থীর প্রতিনিধিরা। গোটা ব্যবস্থাপনার তদারকি করতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। এদিন তিনি জানান, লোকসভার জন্য ইভিএম এর কমিশনিংয়ের পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য ব্যবহৃত ইভিএমগুলিরও পরীক্ষা নিরীক্ষা করা হয় এদিন। পরীক্ষা-নিরীক্ষার সময় ব্যালাট ইউনিটে প্রার্থীদের নাম লিপিবদ্ধ করা হয় ।পাশাপাশি ভি ভি প্যাডে প্রার্থীদের প্রতীক চিহ্ন আপলোড করা হয়।এদিন পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান ,৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ব্যালেট পেপারের রং গোলাপি হবে। এছাড়া পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে ব্যালট পেপারের রং সাদা হবে তিনি আরো জানান পশ্চিম জেলার জন্য মোট এক হাজারটি ইভিএম মেশিন রয়েছে এর মধ্যে৭৯৩ টি ইভিএম পোলিং স্টেশনে ভোট গ্রহণের কাজে ব্যবহৃত হবে এছাড়া আরো ২৫ শতাংশ ইভিএম রিজার্ভ হিসেবে রেখে দেওয়া হবে।