Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যআসন্ন লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকরা

আসন্ন লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকরা

২০২৪ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে সবকটি রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। জোর কদমে চলছে প্রচার অভিযান, প্রার্থী প্রচার থেকে শুরু করে চলছে উঠানসভা, পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ইত্যাদি। তারই অঙ্গ হিসাবে শনিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের 13 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে অনুষ্ঠিত হয় পদযাত্রা, কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত এবং ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম চন্দ্রসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী বলেন নির্বাচনী এই প্রচার কর্মসূচিতে মানুষের ব্যাপক ছাড়া পরিলক্ষিত হচ্ছে কেননা দীর্ঘদিন ধরেই ৬ আগরতলার মানুষ প্রতারণার শিকার হয়ে আসছে তাই তাদের কাছে এখন ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প কোন পথ নেই সেদিকে লক্ষ্য রেখে গণদেবতা রা ভারতীয় জনতা পার্টির ডাকে সাড়া দিচ্ছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য