রাজস্থান রাজ্যের প্রতিষ্ঠা দিবস স্মরণে রাজভবনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের ঐতিহ্য, সংস্কৃটি ও পর্যটনের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে রাজস্থান থেকে আগত অতিথিদের রাজ্যপাল সংবর্ধনা জ্ঞাপন করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, টিএমসি-এর পূর্বতন অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সি এম সাজের, প্রখ্যাত ব্যবসায়ী মদন বেদ প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব ইউ কে চা কমা। অনুষ্ঠানে ত্রিপুরায় কর্মরত রাজস্থানের ব্যব সায়ী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।