আগামী ২৪ শে মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। শাসকবিরোধী উভয় থেকেই সচিব এবং বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা বার এসোসিয়েশনের শাসকেরআইনজীবী উন্নয়ন মঞ্চ থেকে সভাপতির পদে আইনজীবী পঙ্কজ বণিক সহ-সভাপতি পদে সুব্রত দেবনাথ। এদিকে সচিব পদে প্রার্থী হয়েছেন বরিষ্ঠ আইনজীবী রজত রায়। তাছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে মোট আইনজীবী অনির্বাণ লোদ, অলক দত্ত, অর্পণ দাস সহ মোট ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত। এদিকে রজত বাবু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সচিব পদে আরো দুবার প্রার্থী হয়ে জয়ের মুখ দেখেছিলেন। তৎকালীন সময় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের স্বার্থে কথা বলে কাজ করেছিলেন তিনি।তাছাড়া আইনজীবীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণেও কাজ করে নজির সৃষ্টি করেছিলেন আইনজীবী রজত রায়। এ বছর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সচিব পদে প্রার্থীর নাম ঘোষণা হতেই আইনজীবী উন্নয়ন মঞ্চের আইনজীবীদের মধ্যে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন নির্বাচনে তিনি জয়ের মুখ দেখবেন। পাশাপাশি বর্তমান সময়ে তরুন্ন আইনজীবীদের স্বার্থে কাজ করার আশ্বাস দেন শাসকের প্রার্থী রজত রায়। শুক্রবার আদালতে প্রার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে উপস্থিত হন প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক এবং বিধায়িকা কল্যাণী রায়। প্রসঙ্গত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সাংবিধানিক নিয়মনুসারে প্রত্যেক দুই থেকে তিন বছর পর পর হয়ে থাকে।