Saturday, September 7, 2024
বাড়িখবররাজ্যমনোনয়নপত্র দাখিল করলেন ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাস

মনোনয়নপত্র দাখিল করলেন ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাস

সাত রামনগর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাস। এদিন বিরাট মিছিল সহকারে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রামনগর কেন্দ্রের প্রার্থী রতন দাস সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের সমর্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।দেশের প্রথম দফার লোকসভা নির্বাচনের সাথে রাজ্যের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল ইতিমধ্যেই এই উপনির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক রতন দাসকে মনোনীত করা হয়েছে। শুক্রবার এইটেন্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাস সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন এই উপলক্ষে রাজধানীর দুর্গাচৌমুহনী এলাকা থেকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে সিপিআইএম কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সংরক্ষিত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই মিছিল প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে আশীষ কুমার সাহা কে মনোনীত করা হয়েছে জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলো কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে পূর্ব আসনে সিপিআইএম প্রার্থী হিসেবে রাজেন্দ্র রিয়াঙ্কে মনোনীত করা হয়েছে জোটের অপর শরিক দলগুলি রাজেন্ড রিয়াংকে সমর্থন করবে পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য জোটের সিপিআইএম প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক রতন দাসকে মনোনীত করা হয়েছে আসন্ন লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যের নির্বাচক মন্ডলীর প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা জানান নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত সরকার গোটা দেশে এক অরাজক পরিস্থিতি কায়েম করে রেখেছে। দেশকে অনেক নিচে নামিয়ে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার।আগামী ১৯ এপ্রি ল পশ্চিম আসনের লোকসভা নির্বাচনের সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা এবং মনোনয়নপত্র দাখিল করা হয়ে গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য