বোন কৃতী সিং দেব্বর্মাকে নিয়ে বৃহস্পতিবার আগরতলায় এলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে মাথা কর্মী-সমর্থকরা উপস্থিত থাকলেও দেখা যায়নি কোন বিজেপি নেতৃবৃন্দকে।বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যে ফিরে এসেছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ।তার সাথে রাজ্যে আসেন তার বোন তথা পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং। শ্রীমতি কৃর্তি সিং দেব্বর্মাকে বুধবার রাজ্যের পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করে বিজেপি। এদিন বিমানবন্দরে মথা সুপ্রিমো এবং পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের কিছু কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ ।বিমানবন্দরে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মন জানান ,ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নের মাঝপথে যাতে কোন বাধার সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই তার বোনকে পূর্ব আসনের জন্য প্রার্থী করা হয়েছে । এদিন পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃর্তি সিং দেব্বর্মা এবং তিপ্রামথা সুপ্রিমোকে নিয়ে মথা কর্মী-সমর্থকরা বিমানবন্দর থেকে বাইক রেলী করে রাজধানীতে নিয়ে আসেন। বিমানবন্দর ও রেলিতে উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতৃবৃন্দ ।তবে বিজেপি নেতৃবৃন্দ ও সমর্থকদের উপস্হিতি এদিন বিমানবন্দরে লক্ষ্য করা যায়নি।