Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যপর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪১টি আধুনিক লগহাট নির্মাণ করা হয়েছে: পর্যটন মন্ত্রী

পর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪১টি আধুনিক লগহাট নির্মাণ করা হয়েছে: পর্যটন মন্ত্রী

রাজ্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪১টি আধুনিক লগহাট নির্মাণ ও চালু করা হয়েছে। আরও ১০টি লগহাট খুব সহসাই চালু করা হবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ বিধায়ক মাইলাফ্লু মগের এক প্রশ্নের লিখিত উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। পর্যটন মন্ত্রী শ্রী চৌধুরী জানান, রাজ্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে উইকেন্ড ট্যুরিস্ট হাব, উজ্জয়ন্ত প্রাসাদে ৩৬৫ দিন মিউজিয়াম খোলা রাখা সহ প্রাসাদে লাইট এন্ড সাউন্ড শো চালু করা হয়েছে। নারকেলকুঞ্জে হেলিপ্যাড নির্মাণ, ডম্বুর জলাশয়ে ওয়াটার স্কুটার/ জেটস্কি চালু, প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নির্মাণ করা হয়েছে। অনলাইন বুকিং পরিষেবা চালু করা হয়েছে। প্রসাদ প্রকল্পের মাধ্যমে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন মন্ত্রী শ্রী চৌধুরী জানান, উন্নত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এবং পর্যটন কেন্দ্রের প্রতি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ঊনকোটি, ছবিমুড়া, কমলাসাগর, চতুর্দশ দেবতা মন্দির প্রভৃতি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে ঊনকোটি এবং আগরতলা ডেস্টিনেশানগুলিকে সাজিয়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য