Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যনেতাজি স্কুলের মাঠে হচ্ছে না পার্কিং জোন - মেয়র

নেতাজি স্কুলের মাঠে হচ্ছে না পার্কিং জোন – মেয়র

শুক্রবার আগরতলা পৌরনিগমের মেয়রের কক্ষে নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এদিন তিনি রাজধানী আগরতলার অন্যতম বনেদী বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এর মাঠে মোটর স্ট্যান্ড গড়ার যে কথা রটানো হয়েছে সে বিষয়ে আলোকপাত করেন। তিনি জানান নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ময়দান নিয়ে যে কথা রটানো হয়েছে সেরকম কোনো পরিকল্পনা রাজ্য সরকার কিংবা পুর নিগমের নেই, বরঞ্চ সরকার এবং পৌর নিগম কিভাবে ময়দান টিকে স্বচ্ছ রাখা যায় ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কিংবা এলাকাবাসী খেলাধুলার যোগ্য করে তোলা যায় সে বিষয়ে দৃষ্টিপাত করবেন। তাছাড়া শহর আগরতলাকে যানজট মুক্ত রাখা, বর্ষার জল থেকে রাজ্যবাসীকে মুক্ত রাখা এবং আগরতলা শহরের যে সমস্ত জায়গায় পরিত্যক্ত পুকুর রয়েছে সেগুলিকে মেরামত করে সৌন্দর্যায়নের মাধ্যমে মানুষের ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সুতরাং পুরবাসির স্বার্থে পুর নিগম এবং রাজ্য সরকার নিজ দায়িত্বে সচল থাকবে, তার পাশাপাশি শহরকে যাতে আরো স্বচ্ছ ও সুন্দর করে তোলা যায় সে দিক থেকে রাজ্যবাসীর সহযোগিতার হাতও কামনা করেছেন মেয়র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য