দেশজুড়ে ট্রাক চালকরা ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হিট অ্যান্ড রানের ঘটনায় নতুন বিধানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। ইতিপূর্বে আইপিসির বিভিন্ন ধারায় হিট অ্যান্ড রান মামলা দায়ের করা হলে শাস্তি ছিল দুই বছরের সাজা। কিন্তু সম্প্রতি লোকসভায় সংশোধিত ভারতীয় ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান অপরাধের শাস্তি দশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের বিরুদ্ধে দেশজুড়ে ট্রাক চালকরা প্রতিবাদ করছেন। দাবি করছেন যে এই বিধানটি ট্রাক চালকদের জন্য কঠোর হিসেবে প্রমাণিত হবে। যারা জীবিকা উপার্জনের উপায় হিসাবে ট্রাক ড্রাইভিং বেছে নিতে চাইছে, এই নয়া আইনের জন্য তাদেরকে এই কাজে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে। ট্রাক চালকদের এই প্রতিবাদের ঝড় এবার আছড়ে পড়েছে ত্রিপুরায়ও। মঙ্গলবার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ ব্যাপারে পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন দেওয়ার পর এবার বুধবার সোচ্চার হল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। এই বিলের প্রতিবাদে তারা এক কর্মসূচি পালন করে সিটি সেন্টারের সামনে।