সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলে ৩রা জানুয়ারি ১৮৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন।তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ স্ংস্কারক, শিক্ষক ও কবি। তিনি ব্রিটিশ শাসনকালে নারী অধিকার নিয়ে কাজ করেছেন। ১৮৪৮ সালে তিনি পুনে শহরে প্রথম বারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ভিদে ওয়াদা স্থাপন করেন। তিনি তদকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন এবং মহারাষ্ট্রের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ উনার জন্মবার্ষিকী। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি শ্রদ্ধার সঙ্গে আজ উনার জন্মদিন পালন করে। আম্বেদকর ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং রাজ্য সম্পাদক সুজন দাস সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব।