Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির স্টেট সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার মীট অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির স্টেট সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার মীট অনুষ্ঠান

রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলে বিজেপি ত্রিপুরা প্রদেশের স্টেট সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্র থেকে আশা কপিল পারমার এবং প্রদেশ বিজেপির সদর আরবানের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনর অরিন্দম দেব জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যের যে বিকাশ মুখী উন্নয়ন সেই কর্মযজ্ঞগুলিকে ভারত সরকারের কাছে তুলে ধরা এবং সেই কর্মযজ্ঞগুলিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করার মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসানোর যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া। তাছাড়া সেই লক্ষ্যমাত্রা কে সামনে রেখে আগামী দিনে কাজ করে যাওয়ার বার্তা দেন তিনি। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য