আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য ত্রিপুরায় বিজেপির প্রদেশ নতুন কমিটির তালিকা প্রকাশ করেছেন। প্রথমেই তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে ডাঃ অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক , তাপস ভট্টাচার্য্য, পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জামাতিয়া। তালিকায় প্রদেশ সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা , এবং প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য্য এর নাম রয়েছে। মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার। যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিধায়ক সুশান্ত দেব।পদপ্রাথীরা নির্বাচিত হওয়ার পর প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন , এবং প্রদেশ সভাপতি সকল দায়িত্বপ্রাপ্ত পদপ্রার্থীদের শুভেচ্ছা জানান। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি জানান আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে , সুতরাং কমিটিতে যারা পুরানো রয়েছে তাদের উপর গুরুদায়িত্ব থাকবে ও যারা নতুন তাদেরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে , কেননা রাজ্যের দুটি লোকসভা আসনেই বিপুল ভোটে জয়ী হয়ে পদ্মফুল ফুটিয়ে দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ায় হল মূল লক্ষ্য।