মহিলা বিচারপতিকে কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের ঘটনায় ধিক্কার-প্রতিবাদে গর্জে উঠল শ্রমজীবি নারী সংগঠন। উত্তর প্রদেশের বান্দ্রা জেলায় সম্প্রতি এক মহিলা বিচারপতির সঙ্গে পুরুষ বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই নিয়ে দেশ জুড়ে শোরগোল উঠে। তাঁরই রেশ ধরে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ –বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল বাম নারী সংগঠন ত্রিপুরা রাজ্য শ্রমজীবি নারী সমন্বয় কমিটি। আগরতলার সিটি সেন্টারের সামনে তাঁরা এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী পালন করেন। কর্মসূচী থেকে কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে মুখর হন সংগঠনের কর্মী সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য বলেন, এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে ২০২২ সালের কোনও একটা সময়। চলতি বছরের ১৫ ডিসেম্বর এই ঘটনা প্রকাশ্যে আসে। পাঞ্চালী ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন, খোদ বিচারালয়ের ভিতরেই যদি একজন মহিলা বিচারপতির সঙ্গে এই ধরনের অভব্য ঘটনা ঘটে তাহলে দেশের নারীদের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে ?