ত্ৰিপুরায় দলের সাংগঠনিক অবস্থানকে চাঙ্গা করতে কোমর কেচে ময়দানে নামছে বাম দলগুলি। এরই অংশ হিসেবে সিপিআই(এম)দলের ভাতৃ সংগঠন ত্ৰিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে শুরু করা হয়েছে জনশিক্ষা দিবস। এই জনশিক্ষা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় চত্ত্বরে পতাকা উত্তোলন এবং জনশিক্ষা আন্দোলনের সূচনায় যাদের অবদআন রয়েছে তাঁদের প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করা হয়। সেদিকে লক্ষ রেখেই অন্যান্য বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জনশিক্ষা দিবস। এবছর ৭৯ তম জনশিক্ষা দিবস পালন করছে সিপিআইএম। বুধবার সিপিআইএম রাজ্য কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় জনশিক্ষা দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ গণমুক্তি পরিষদের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।সেখানে বক্তব্য রাখতে গিয়ে জনশিক্ষা সমিতির গঠন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।