আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় নিগমের সাউথ জোনের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর আয়োজন করা হয় বুধবার। আমতলিস্থিত জুট মিল কোয়ার্টার কমপ্লেক্স মাঠে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,বিধায়িকা মীনা রানী সরকারসহ অন্যান্যরা। এখানে বিভিন্ন দপ্তর থেকে নানা স্টল খোলা হয়েছে। প্রশাসনিক নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এলাকার প্রচুর সংখ্যক লোক শিবিরে অংশগ্রহণ করেন।এখানে এলাকার বিভিন্ন সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয় ৪৫ টি পিআরটিসি সার্টিফিকেট, এস সি সার্টিফিকেট ৮টা,ওবিসি সার্টিফিকেট ৩৫টা , আয়ুষ্মান কার্ড ১৯ টা এবং বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র ২০টি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ঘরে ঘরে সুশাসনের পর্যায়ে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। বাম আমলে এই সকল সরকারি সুযোগ-সুবিধার জন্য দরজার দরজায় হন্যে হয়ে ঘুরতে হতো। শিকার হতে হত নানা হয়রানির। কিন্তু জনগণের যেটা পাওনা বা অধিকার কিংবা যা প্রয়োজন,সেটা জনগণের দরজায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়রসহ অন্যান্য অতিথিরা।