পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা পৌর নিগমের শারদ সম্মান অনুষ্ঠান। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান নিগমের মেয়র দীপক মজুমদার, অনুষ্ঠানে কোন কোন ক্লাব কি কি বিষয়ের উপর পুরস্কৃত হবে সে বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তিনি জানান, আগামী ৩০শে ডিসেম্বর, ২০২৩ ইং রবীন্দ্র শতবার্ষিকি ভবনের হল নং ১-এ আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য্য। এই অনুষ্ঠানে মোট ২১ টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। মোট ৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হবে। এই সংস্থাগুলির নাম হল-
(১) ভারত রত্ন সংঘ, ঊষা বাজার
(২) রামঠাকুর সংঘ, আগরতলা
(৩) ঐকতান যুব সংস্থা, শান্তিপাড়া
(৪) আজাদহিন্দ সংঘ, ধলেশ্বর ও
(৫) মহিলা পরিচালিত সংস্থা, মা ত্রিনয়নী সামাজিক সংস্থা, এ.ডি. নগর।
এই ৫টি সেরার সেরা ক্লাবকে ৫০০০০ টাকা অর্থরাশি করে নগদ পুরস্কার প্রদান করা হবে। এছাড়া আগরতলা পুর নিগমের ৪টি জোনের প্রত্যেকটিতে ৪টি ক্যাটাগরিতে মোট ১৬টি ক্লাবকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। এই ক্যাটাগরিগুলি হল (১) শ্রেষ্ঠ প্রতিমা (২) শ্রেষ্ঠ প্যান্ডেল (৩) শ্রেষ্ঠ আলোকসজ্জা ও (৪) শ্রেষ্ঠ থিম।
সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হবে,
(১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য-অরুন উদয় সংঘ ক্লাবকে
(২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- রামঠাকুর সংঘ ক্লাবকে
(৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য-ঐকতান যুব সংস্থাকে
(৪) শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে। অনুরূপভাবে ইস্ট জোনে পুরস্কৃত করা হবে
(১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য – অগ্রদূত ক্লাবকে
(২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুন সংঘ দল ক্লাবকে
(৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য- ফ্লাওয়ার্স ক্লাবকে ও
(৪) শ্রেষ্ঠ থিমের জন্য এম.বি.বি ক্লাবকে। একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবে
(১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য-কৌরব ক্লাবকে
(২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- বি.পি.সি ওয়েস্ট ক্লাবকে
(৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য- কালিমাতা সংঘ ক্লাবকে ও
(৪) শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে। নর্থ জোনে পুরস্কৃত করা হবে
(১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য-ভারত রত্ন সংঘ ক্লাবকে
(২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- বর্নালী সংঘ ক্লাবকে
(৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য- কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে ও
(৪) শ্রেষ্ঠ থিমের জন্য নিউস্টার ক্লাবকে।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে; যারা তাদের স্ব-স্ব ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি পুরষ্কার প্রদানের সময় মঞ্চে ঢাক ও ওলুধ্বনির ধ্বনিত হবে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ২বছর পূর্তি উপলক্ষে LED স্ক্রিনে উন্নয়নমূলক কাজকর্মের তথ্যচিত্র প্রদর্শিত হবে বলে জানান।