Wednesday, October 30, 2024
বাড়িখবররাজ্যসাংসদ বিপ্লব দেবের উদ্যোগে প্রবীনদের তীর্থ দর্শন

সাংসদ বিপ্লব দেবের উদ্যোগে প্রবীনদের তীর্থ দর্শন

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রবীণ নাগরিকদের গৌহাটিস্থিত মহা তীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা দর্শন করানোর উদ্যোগ নিলেন, উনার এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে নেওয়া এই তীর্থ যাত্রায় আজ বিশালগড় এবং অমরপুর থেকে মোট ৪৩ জন তীর্থযাত্রী গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওয়না দিয়েছেন।এদিন সংবাদ মাধ্যমকে বিধায়ক রঞ্জিত দাস জানান, সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের সকালে মোট তিনটি বাসে করে তীর্থ যাত্রীরা গোহাটির উদ্দেশ্যে যাত্রা করেন। বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তাঁরা।সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুবই খুশি তীর্থ যাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য