Wednesday, October 30, 2024
বাড়িখবররাজ্যঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিধায়ক সুরজিৎ দত্ত, তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। হঠাৎ করেই অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। উন্নত চিকিৎসার জন্য এয়ার লিফট করে তাকে বহি:রাজ্যে নিয়ে যাওয়া হবে। সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বিধায়কের অসুস্থতার খবর পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা নিজে। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি এদিন অসুস্থ বিধায়ককে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অসুস্থ বিধায়ককে দেখে বেরিয়ে আসার সময় বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমকে জানান, বিধায়ক মুখে কথা বলতে পারছেন না কারণ তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে। তবে তিনি চোখ দিয়ে ইশারা করছেন। সব ধরনের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে বিধায়ককে। বুধবার করে তাকে বহির রাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য