আগামী ২০২৪ সালের ২২শে জানুয়ারি দেশে রচিত হতে চলেছে ইতিহাস। দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে ২২শে জানুয়ারিতে। কেননা ঐদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চলছে রাম ভক্তদের উদ্যোগে নানা কর্মসূচি। সোমবার তারই প্রতিচ্ছবি দেখা গেলো রাজধানী আগরতলায়। সোমবার সকালে রাম মন্দিরের উদ্বোধনী বার্তা নিয়ে শহরে প্রভাত ফেরী করলো রাম ভক্তরা। এদিন এরা সংবাদ মাধ্যমকে জানান রাম মন্দির নির্মাণ ও উদ্বোধন উপলক্ষে যে সমস্ত কর্মযজ্ঞ চলছে তা যেন সুস্থভাবে সম্পন্ন হয় ও তার প্রচারের উদ্দেশ্যে আজকের এই প্রভাত ফেরি বলে। তাছারা ২২ জানুয়ারি রামন্দিরে রামলালাকে প্রতিষ্ঠিত করতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তি, সাধুদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও ২২ জানুয়ারি আমন্ত্রিত হবেন বলেও জানা গিয়েছে।