Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরনে সদর জেলা বিজেপির কাব্যাঞ্জলি অনুষ্ঠান

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরনে সদর জেলা বিজেপির কাব্যাঞ্জলি অনুষ্ঠান

আজকের এই দিনটিকে দেশের প্রধানমন্ত্রী সুশাসন দিন্বস হিসাবে ঘোষিত করেছেন। এই সুশাসনের মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেশকে যে অন্যমাত্রায় নিয়ে গিয়েছিলেন তা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সদর জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত কাব্যাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও বিজেপি সদর জেলা সভাপতি অসীন ভট্টাচার্যসহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন যে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একজন কবিও ছিলেন, তাই উনার জন্মদিনে উনার যে কবিতা, উপন্যাস কিংবা সাহিত্য চর্চা উনি করেছেন, উনার কবিতাগুলি যেন প্রচার পায়, সেই লক্ষে ভারতীয় জনতা পার্টীর উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরনে সারা রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই কাব্যাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন বলে জানান। এদিনের অনুষ্ঠানে সাহিত্য প্রিয় মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য