Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যসমবায় দপ্তরের ৫২ জন এবং সংখ্যালঘু দপ্তরের ৫ জন সহ মোট ৫৭...

সমবায় দপ্তরের ৫২ জন এবং সংখ্যালঘু দপ্তরের ৫ জন সহ মোট ৫৭ জন নির্বাচিত প্রার্থীদের মধ্যে নিয়োগ পত্র তুলে দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

রাজ্য সরকারের সিদ্ধান্ত মত বিভিন্ন দপ্তরে বর্তমানে গ্রুপ সি পদে নির্বাচিতদের নিয়োগ পত্র বিতরণ করা হচ্ছে। বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সমবায় দপ্তরের ৫২ জন এবং সংখ্যালঘু দপ্তরের ৫ জন সহ মোট ৫৭ জন নির্বাচিত প্রার্থীদের মধ্যে নিয়োগ পত্র তুলে দেওয়া হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।বিজেপি আইপিএফটি প্রথম জোট সরকারের সময় রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে প্রায় ২৪০০ একটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রিসভার সিদ্ধান্ত মত সংশ্লিষ্ট শূন্য পদ পূরণের ক্ষেত্রে জয়েন্ট বোর্ড অফ রিক্রুটমেন্ট কমিটি বা যে আর বিটির মাধ্যমে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের বাছাই করা হয় সম্প্রতি বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পত্র বিতরণ করা শুরু হয়েছে ইতিমধ্যেই অর্থ দপ্তর কৃষি দপ্তর আইন দপ্তর সহ মোট ২৫ টি দপ্তরে গ্রুপ সি পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে নিয়োগ পত্র বিতরণ করা হয় সম্প্রতি এক অনুষ্ঠানে বৃষ্টি দপ্তরের নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রায় ১২৪০টি নিয়োগ পত্র বিলি করেন মুখ্যমন্ত্রী। বুধবার সমবায় দপ্তর এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মোট ৫৭ জন নির্বাচিত প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র বিলি করা হয় এর মধ্যে সমবায় দপ্তরের ৫২ জন এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পাঁচজন নির্বাচিত প্রার্থীরা হাতে নিয়োগপত্র পান এই উপলক্ষে রাজধানী সমবায় দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিন মন্ত্রি শুক্লাচরণ নদিয়া সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন।এই অনুষ্ঠানে একজন দিব্যাঙ্গজন মহিলাও নিয়োগপত্র পান মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়ার হাত থেকে তিনি নিয়োগপত্র গ্রহণ করেন মন্টির কাছ থেকে নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দের আবেগে চোখের জল ধরে রাখতে পারিনি এই মহিলা তিনি জানান আজকের এই দিনটির জন্য পড়াশোনা এবং বিদ্যা অর্জন করার পাশাপাশি অনেক বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। সমাজের শুভাকাঙ্ক্ষীরা তার পাশে ছিলেন বলেই বর্তমান রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে তিনি এই নিয়োগ পত্র পেয়েছেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য