মঙ্গলবার আচমকা অফিস লেনস্থিত অদ্বৈত মল্লবর্মন অতিশীশালায় পরিদশর্নে জান মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শনে গিয়ে কর্মীদের কর্তব্যের চরম গাফিলতি দেখে ভীষণ অবাক হয়েছেন মন্ত্রী। শুধু তাই নয় সরকারি অতিথিশালায় হানা দিয়ে মদের বোতল বের করলেন খোদ মন্ত্রী এবং এক সপ্তাহের মধ্যে কর্মীদের অথিতিশালা পরিষ্কার করার সময়সীমা বেঁধে দিয়েছেন। এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অতিথিশালার ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন। কিন্তু দুর্ভোগে বিষয় পরিদর্শনে এসে তিনি দেখতে পেয়েছেন অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এই অথিতিশালা। তাছাড়া এদিন তিনি কর্মীদের হঁশিয়ারি দিয়ে বলেন, আগত অতিথিদের সঠিক পরিষেবা প্রদান না করা হলে সরকারের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।