প্রতি বছরের মত এবারো বিখ্যাত কবি, সাহিত্যিক, উপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মনের জন্ম দিবস পালন করবে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। এবছর ১১০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলাঘরে ।তিন দিনব্যাপী হবে এই অনুষ্ঠান ।মঙ্গলবার আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে সংশ্লিষ্ট বিষয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,মেয়র দীপক মজুমদার,ডেপুটি মেয়র ,সিপাহিজলা জেলা পরিষদের সভাধিপতি ,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১ জানুয়ারি থেকে মেলাঘরে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠান পালন করা হবে ।এই অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করা হবে। থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পী সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ।এদিন প্রস্তুতি বৈঠক সেরে এই কথা জানান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।



