শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজধানীর একমাত্র ইএসআই ডিসপেন্সারিটি ।অভিযোগ বছরের অধিকাংশ সময় এই হাসপাতাল খোলা থাকলেও কোনও চিকিৎসকের দেখা নেই । দিনের পর দিন চিকিৎসক শূন্য থাকছে হাসপাতালটি । আশ্চর্যের বিষয় চিকিৎসক শূন্য অবস্থায় হাসপাতালটি চলতে থাকলেও এ নিয়ে কারও কোন মাথা ব্যাথা নেই । যার ফলে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছে সাধারণ জনগণ । হাসপাতাল আছে অথচ ডাক্তারের দেখা নেই এই পরিস্থিতিতে কোথায় যাবে সাধারণ রোগীরা । যেখানে সম্পূর্ণ সরকারী সহযোগিতায় চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা সেখানে চিকিৎসা পরিষেবা দূরের কথা চিকিৎসকদের দেখা পাওয়াই ভার । প্রসঙ্গত যেখানে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর এএসআই প্রকল্পের অধীন চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে সেখানে চিকিৎসার এই হাল হলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন । প্রসঙ্গত এই ডিসপেন্সারিতে বর্তমানে তিনজন চিকিৎসা কর্মী রয়েছে । বর্তমানে চিকিৎসা কেন্দ্রটিতে মাত্র একজন চিকিৎসা কর্মী রয়েছে । বাকি দুইজন আগেই চাকরি ছেড়ে চলে যান । ফলে চিকিৎসক শূন্য হয়ে পড়েছে হাসপাতাল ।