Wednesday, October 30, 2024
বাড়িখবররাজ্যসিরিয়াল চুরি কাণ্ডের তদন্তে নেমে পুলিশের জালে ধরা মোট ৬ জন চোর

সিরিয়াল চুরি কাণ্ডের তদন্তে নেমে পুলিশের জালে ধরা মোট ৬ জন চোর

রাজধানী আগরতলায় সিরিয়াল চুরি কাণ্ডের তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়ে মোট ৬ জন চোর। শুক্রবার রাজধানীর পূর্ব আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রাসাদ রায় বলেন, গত কিছুদিন ধরে রাজধানীর পূর্ব আগরতলার অন্তর্গত বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা ঘটছিল। এই বিষয়ে তদন্ত করার জন্য পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্তে নেমে তারা দেখতে পান মূলত চোরের দলটি বিভিন্ন এলাকায় হানা দিয়ে স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ মোট ৬ জন চোরকে আটক করতে সক্ষম হয়। এরা হল পশ্চিম জেলার অন্তর্গত রাণীর বাজার থানাধীন বৃদ্ধনগর এলাকার সুজিত দাস। তার কাছ থেকে প্রায় ৪০ গ্রাম ওজনের একটি সোনায় বাজানো শাখা উদ্ধার হয়। বোধজংনগর থানাধীন লাড্ডু চৌমুহনী এলাকার বাসিন্দা ঝুমান মিয়া। পশ্চিম জেলার জিরানিয়া থানাধীন ঢুকমালি বাজার এলাকার অন্তর দেব্বর্মা, তার কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার হয়। পূর্ব আগরতলা থানাধীন প্রতাপগড় ঋষি কলোনী এলাকার আকাশ দে, তার কাছ থেকে সোনার তৈরী বড় আকারের কানের দুল উদ্ধার হয়। বোধজংনগর থানাধীন তুলাকোনা এলাকা বাপন দেবনাথ, সোনার তৈরী কানের দুল সেট এবং এক সেট সোনার চুড়ি উদ্ধার হয়। পশ্চিম জেলার শ্রীনগর থানাধীন শ্যামাপ্রাসাদ কলোনীর থেকে দীপ্তনু সাহা নামে এক চোর আটক হয়। তার কাছ থেকে সোনার তৈরী এক সেট কানের দুল ও একটি চেন উদ্ধার হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য