রাজধানীর মহারাজগঞ্জ বাজারে রাসলীলা উৎসবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন রাসলীলা ও উৎসবের সমাপ্তিও ঘোষণা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত , ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা । অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, রাস উৎসব হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা গত একটি ঐতিহ্য । প্রতি বছ রাস উৎসবের মাধ্যমে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয় । পুরো একমাস ব্যাপী মহারাজগঞ্জ বাজারে রাস পূর্ণিমা ও উৎসব অনুষ্ঠিত হয় । প্রসঙ্গত মহারাজগঞ্জ বাজারের রাজ উৎসব ও রাস পূর্ণিমার বরাবরই একটি ঐতিহ্য রয়েছে । প্রতিবছর হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে শামিল হয় । এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি ।