আগরতলা পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত লংকা মুরার ভূমিহীন কলোনি এলাকায় জলের পাইপ মেশিন উদ্বোধন হলো বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার এই জলের পাম্প মেশিন চালুর ফলে এলাকার ৩০০ পরিবারের দীর্ঘদিনের জলের সমস্যার স্থায়ী সমাধান হল।আগরতলা পৌরনিগমের এক নম্বর ওয়ার্ড এর অন্তর্গত ভূমিহীন কলোনি হিন্দু বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া লাগোয়া এই এলাকায় প্রায় ৩০০ পরিবারের বসবাস পরিবারগুলোর জীবনযাপনের প্রধান অবলম্বন কৃষিকাজ এই এলাকায় প্রায় একশোকাণী জমি রয়েছে কিন্তু জলের অভাবে কৃষিকাজ বেঘাত হচ্ছিল এলাকায় পানীয় জলের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগ গ্রহণ করেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর। মূলত তাদেরই প্রচেষ্টায় রাজ্য সরকারের ওয়াটার রিসোর্ট দপ্তর প্রায় ২৫ লক্ষ টাকা বেয় এএই এলাকায় একটি জলের পাম্প মেশিন বসানোর কাজ শুরু করে সম্প্রতি এই কাজ সমাপ্ত হয় বৃহস্পতিবার সকালে এই পাম্প মেশিনের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। এদিন জলের পাম্প মেশিনের উদ্বোধন করে মেয়র জানান, এলাকাটি আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হওয়ায় কাঁটাতারের ওপার এবং এপারে বসবাসকারী প্রয়৩০০ টি পরিবার দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছিলেন পাশাপাশি প্রয়োজনীয় জলের অভাবে এলাকার ১০০ খানা জমিতে জল সেচ করা যাচ্ছিল না এতে এলাকার কৃষকদের কৃষিকাজ বেঘাত হচ্ছিল ২৫ লক্ষ টাকা বেয় এই পাম্প মেশিন উদ্বোধনের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের জলকষ্ট দূর হলো।এদিন জলের পাপ মেশিনের উদ্বোধনের পর এলাকাটি ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস তারা এলাকাবাসীর সাথে কথা বলে স্থানীয়দের অন্যান্য সমস্যা সম্পর্কে অবহিত হন।