Wednesday, January 15, 2025
বাড়িখবররাজ্যধর্মনগর থানার পুলিশের হাতে আটক আমতলী থানা এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনায়...

ধর্মনগর থানার পুলিশের হাতে আটক আমতলী থানা এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনায় যুক্ত অভিযুক্ত

আগরতলা আমতলী থানা এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনায় যুক্ত অভিযুক্ত আটক। জানা যায় গত ২৮শে অক্টোবর গভীর রাতে আগরতলার আমতলী ইউনিভার্সিটি সংলগ্ন কালী মন্দিরে চুরি ঘটনা সংগঠিত হয় ৷ এতে মন্দির থেকে ১০ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় চোর৷ সেই চুর দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিল। শত চেষ্টার ফলেও জালে তুলতে ব্যর্থ হচ্ছিলো আমতলী থানার পুলিশ৷কিন্তু কথায় আছে “চুরের গৃহস্থীর ১০ দিন আর মালিকের ১ দিন” সেই কথার যেন মিল খুঁজে পাওয়া গেলো , তাই অবশেষে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়লো সেই চুর , জানা গিয়েছে ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে সেই চোর নজরুল ইসলামকে পাকারাও করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ ৷ ধর্মনগর থানার পুলিশ ধৃতকে আমতলী থানার ১৪৫ নম্বর মামলায় আটক করেছে ৷ এবিষয়ে বিস্তারিত জানান ধর্মনগর থানার এসআই প্রীতিময় চাকমা ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য