দুয়ারে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাখা সংগঠন গুলির সাথে বিভিন্ন নগর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রানীবাজার কমিউনিটি হলে তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের কুড়িটি নগর সভর নির্বাচিত জনপ্রতিনিধিরে প্রশিক্ষণ দেওয়া হবে ।২০ ,২১ এবং ২২ নভেম্বর -এই তিন দিন প্রশিক্ষণ শিবির চলবে। মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখবেন বিজেপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্যা এন গোরাজি। এদিন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন। উল্লেখ্য গত আগস্ট মাসে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়েও অনুরূপ একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন নগর পঞ্চায়েত পৌরপরিষদ এবং আগরতলা পৌর নিগমের উল্লেখযোগ্য প্রকল্পসমূহ গুলি তুলে ধরা হয়েছে।