পাওনা টাকা মিটিয়ে না দেওয়ায় জীবন দিতে হল এক যুবকের। জানা যায় আমতলীর বাসিন্দা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মচারী দেবজ্যোতি দেবনাথ তারই অফিস কর্মীর কাছ থেকে ৭ লক্ষ ৩৩ হাজার টাকা ধার এনেছিল , আর সেই টাকা মেটানো নিয়েই যত সব বিপত্তি ঘটে। গতকাল রবিবার স্ত্রীর সাথে পূর্ব চাম্পামুড়া নাথ পাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে আসেন এবং সকাল থেকেই নাকি তাকে বারংবার ফোন করে যাচ্ছিলো পাওনাদার , আর সেই ফোন পেয়েই শ্বশুরবাড়ি থেকে রবীন্দ্র ভবনে অফিসের পোগ্রামে আসার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান।তারপর থেকে আর বাড়ি ফেরেনি , পরে সোমবার সকালে গান্ধীগ্রামে তার মৃতদেহ উদ্ধার হয়। তারই এই মৃত্যু নিয়ে মৃতের পরিজনদের অভিযোগ এটা আত্মহত্যা হয় খুন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে থানায় মামলা দায়ের করবেন অভিযুক্তদের বিরুদ্ধে বলে জানিয়েছেন। এ ঘটনায় মৃতের পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে ।