Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যস্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে অনুষ্ঠিত হয় কর্মশালা

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে অনুষ্ঠিত হয় কর্মশালা

মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা। সোমবার আগরতলা স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে হয় এই কর্মশালা। পাশাপাশি এদিন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংও করা হয়। প্রায় শতাধিক মহিলা এতে অংশ নেন। এদিন আয়ুর্বেদিক হাসপাতালে অনুষ্ঠান হয় লায়ন্স ক্লাব অব আগরতলা রয়েল-র উদ্যোগে। সহযোগিতায় ছিল স্টেট আয়ুর্বেদিক হসপিটাল। এই আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের চিকিৎসক ডাঃ সুনন্দা ভট্টাচার্য, আগরতলা আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরূপ রায় বর্মণ সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহিলাদের নিজের স্বাস্থ্যে প্রতি সজাগ ও যত্ন নেওয়া সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, লজ্জা না করে রোগ নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে। এসব রোগের নিরাময় আছে। চিকিৎসকরা হলেন মানবরূপী ভগবান। পাশাপাশি তিনি এদিন আরও বলেন, জল জীবন মিশনে প্রত্যেকের ঘরে জলের ব্যবস্থা করা হচ্ছে। ভাল শৌচালয় থাকায় দেশের বহু শিশু ও মায়েদের রোগ কম হয়। আগের মতো ডায়েরিয়া হয় না। কারণ সরকার সঙ্গে রয়েছে এবং সরকারের সঙ্গে তাল মিলিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া দিচ্ছেন লোকজন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য