আসামে দূর্গা প্রতিমার উপর আক্রমনের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে আমরা বাঙ্গালী। রবিবার আগরতলায় দলের কর্মী-সদস্যরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঐ ঘটনার নিন্দা জানিয়েছেন। দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল এই বিক্ষোভ কর্মসূচীর প্রসঙ্গ টেনে বলেন, আসামের উলফা ও লাতিফ সেনা নামে দুটি সংগঠনের কর্মীরা বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ গুলিতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। হুমকী দিয়েছে, আসামের বুকে থাকতে গেলে বাংলা ভাষা ব্যবহার করা যাবে না। হিন্দু বাঙ্গালী সংস্কৃতি ও ধর্ম চর্চা করার উপর নিষেধাজ্ঞার হুলিয়া জারী করেছে। আসাম সরকার তাদের বিরুদ্ধে যোগ্য পদক্ষেপ নিচ্ছে না। এই আক্রমন বাংলা ও বাঙালীর স্বাধিকারের উপর আক্রমন বলে দাবী করেছেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও সমাজ সচেতন মানুষকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান দলের রাজ্য সচিব গৌরাঙ্গ পাল।